২০২৫ ঈদ ও পূজার নতুন ছুটি বাংলাদেশ দেখে নিন

ভূমিকা

২০২৫ ঈদ ও পূজার নতুন ছুটি বাংলাদেশ অনুমোদন করা হয়েছে। ২০২৫ সালের ঈদুল ফিতর ঈদুল আযহা ও সারদীয় দুর্গা পুজার কতদিন করে ছুটি অনুমোদন হয়েছে সে বিষয়ে জানাব।

২০২৫-ঈদ-ও-পূজার-নতুন-ছুটি-বাংলাদেশ

ঈদুল ফিতর ঈদুল আযহা ও সারদীয় দুর্গা পুজার ছুটির তালিকা সহ আপনাদের অবহিত করা হবে। ছুটি গুলো কয়দিন বাড়লো এবং কমলো সে বিষয়ে জানতে আর্টিকেলটি পড়ুন।

পেজ সূচিপত্রঃ ২০২৫ ঈদ ও পূজার নতুন ছুটি বাংলাদেশ

নিচের যেকোন অংশ পড়তে চাইলে জাস্ট ক্লিক করুন

২০২৫ ঈদ ও পূজার নতুন ছুটি বাংলাদেশ

২০২৫ ঈদ ও পূজার নতুন ছুটি বাংলাদেশে অনুমোদন করা হয়েছে। নতুন এই ছুটির ঘোষনায় অনেকে আনন্দিত আবার অনেকে বিশ্মিত হয়েছেন কারন হিন্দুদের জন্য দূর্গা পূজায় ২দিন ছুটি থাকায়। অনুমোদনটি হয়েছে ১৭ অক্টোবর ২০২৪ তারিখে রোজ বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডা. মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিানে ঘোষনা করা হয়েছে।

২০২৫ সালে ১২ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ১২ দিনের সাধারণ ছুটিতে ৫ দিনি সাপ্তাহিক ছুটি থাকবে। নির্বাহী আদেশের ১৪ দিনের ছুটিতে ৪ দিন সাপ্তাহিক ছুটি থাকবে। তাহলে বোঝা গেল বছরে মোট ২৬ দিন ছুটি অথ্যাৎ গত বছরের থেকে ৪ দিন ছুটি বেড়েছে। এই ২৬ দিনের মধ্যে ৯দিন সাপ্তাহিক ছুটি।

আগামি বছর ঈদুল ফিতর চাদঁ দেখার ওপর নির্ভর করে ছুটি ঘোষনা করা হয়েছে ৫দিন। কোরবানির ঈদের ছুটি করা হয়েছে ৬দিন ও সারদীয় দূর্গা পূজার ছুটি ঘোষনা করা হয়েছে ২দিন। এই ছুটি গুলো কয়তারিখ পরল এবং কিবারে পড়ল তা আমরা আপনাদের তালিকা সহ দেখাব। ধৈর্য সহকারে পড়ুন।

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা দেখতে চাইলে আপনি সঠিক যায়গায় এসেছেন। এইখানে আমরা আপনারদের জানাব নতুন অনুমোদিত সরকারি ছুটির তালিকা ২০২৫ ঈদ ও পূজার নতুন ছুটি বাংলাদেশে। নতুন বছরের নতুন নিয়মে সরকারি ছুটি কোন কোন দিন পরেছে কত তারিখে এবং কয়দিন তা জানতে আমাদের আর্টিকেলটি সম্পূর্ন পরার অনুরোধ রইল।
তারিখ বার দিন-ছুটির ধরণ
২১-০২-২০২৫ শুক্রবার শহীদ দিবস
২৬-০৩-২০২৫ বৃহস্পতিবার স্বাধীনতা দিবস
২৮-০৩-২০২৫ শুক্রবার জামাতুল বিদা
২৯-০৩-২০২৫ শনিবার নির্বাহী আদেশে ছুটি
৩০-০৩-২০২৫ রবিবার নির্বাহী আদেশে ছুটি
৩১-০৩-২০২৫ সোমবার চাঁদ দেখার ওপর
০১-০৪-২০২৫ মঙ্গলবার ঈদুল ফিতর
০২-০৪-২০২৫ বুধবার ঈদুল ফিতর
০১-০৫-২০২৫ বৃহস্পতিবার পহেলা মে
১১-০৫-২০২৫ রবিবার বোদ্ধপূর্ণিমা
০৫-০৬-২০২৫ বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি
০৬-০৬-২০২৫ শুক্রবার নির্বাহী আদেশে ছুটি
০৭-০৬-২০২৫ শনিবার চাঁদ দেখার ওপর
০৮-০৬-২০২৫ রবিবার ঈদুল আযহা
০৯-০৬-২০২৫ সোমবার ঈদুল আযহা
১০-০৬-২০২৫ মঙ্গলবার ঈদুল আযহা
১৬-০৮-২০২৫ শনিবার জন্মাষ্ঠমী
০৫-০৯-২০২৫ শুক্রবার ঈদে মিলাদুন্নবী
০১-১০-২০২৫ বুধবার দূর্গা নবমী (নির্বাহী আদেশে ছুটি)
০২-১০-২০২৫ বৃহস্পতিবার দূর্গা দশমী (সাধারণ ছুটি)
১৬-১২-২০২৫ মঙ্গলবার বিজয় দিবস
২৫-১২-২০২৫ বৃহস্পতিবার খ্রিষ্ট্রান (বড় দিন)
এইখানে সরকারী ছুটির অনুমোদন হওয়া সঠিক তারিখ গুলো উল্লেখ্য করা হয়েছে চাইলে দেখে নিতে পারেন। আরো যেইসব ছুটি রয়েছে তা হলো শবে বরাত, শবে কদর, আশুরা ও বাংলা নববর্ষ ইত্যাদি উপলক্ষে ছুটি থাকবে। ছুটি গুলো পর্যায়ক্রমে সাজানো হয়েছে।

২০২৫ সালের রোজার ঈদের ছুটি

২০২৫ সালের রোজার ঈদের ছুটি কয়দিন থাকছে নতুন বছরের ঈদুল ফিতরের কয়দিন ছুটি অনুমোদন করা হল তা দেখতে চাইলে আপনি সঠিক যায়গায় আছেন। আজকের আর্টিকেলে আমরা আপনাদের নতুন ২০২৫ ঈদ ও পূজার নতুন ছুটি বাংলাদেশে নতুন অনুমোদন হওয়া ঈদের ছুটি জানব। নিচে দেখে নিনি ঈদুল ফিতর ছুটির তালিকা।
২০২৫-সালের-রোজার-ঈদের-ছুটি

তারিখ বার দিন-ছুটির ধরণ
২৯-০৩-২০২৫ শনিবার নির্বাহী আদেশে ছুটি
৩০-০৩-২০২৫ রবিবার নির্বাহী আদেশে ছুটি
৩১-০৩-২০২৫ সোমবার চাঁদ দেখার ওপর
০১-০৪-২০২৫ মঙ্গলবার ঈদুল ফিতর
০২-০৪-২০২৫ বুধবার ঈদুল ফিতর
সামনে বছরে রোজার ছুটি অনুমোদন হল ৫দিন ঈদুল ফিতরের বা রোজার ঈদের ছুটি মার্চ ২৯ ৩০ ৩১ থেকে এপ্রিল ১ ও ২ তারিখ মোট ৫ দিনের ছুটি। চাদ দেখার ওপর ২৯ তারিখ থেকে ০২ তারিখ পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি অনুমোদন হয়েছে। তাহলে এইখানে দেখা যায় যে নির্বাহী আদেশে দুই দিন ছুটি ও সাধারন ছুটি বাকি তিন ‍দিন করা হয়েছে।

২০২৫ সালের কোরবানির ঈদের ছুটি

২০২৫ সালের কোরবানির ঈদের ছুটি কতদিন অনুমোদন হলো নতুন ছুটির তালিকা দেখতে চাইলে আপনি ঠিক যায়গায় আছেন। এইখানে প্রধান উপদেষ্ঠার দেওয়া ছুটির নতুন অনুমোদন হয়েছে আগামি ২০২৫ সালের ঈদের ছুটি ও পূজার ছুটিতে। তাহলে চলেন নিচে দেখে নি কোরবানির ঈদের ছুটির তালিকা।
তারিখ বার দিন-ছুটির ধরণ
০৫-০৬-২০২৫ বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি
০৬-০৬-২০২৫ শুক্রবার নির্বাহী আদেশে ছুটি
০৭-০৬-২০২৫ শনিবার চাঁদ দেখার ওপর
০৮-০৬-২০২৫ রবিবার ঈদুল আযহা
০৯-০৬-২০২৫ সোমবার ঈদুল আযহা
১০-০৬-২০২৫ মঙ্গলবার ঈদুল আযহা
তাহলে এইখানে দেখা যায় যে ২০২৫ সালের কোরবানি ঈদের ছুটি মোট ৬দিন অনুমোদন করা হয়েছে। সামনের বছরের কোরবানির ঈদের ছুটি পরছে জুন মাসের ০৫ তারিখ থেকে শুরু এবং ১০ তারিখ পর্যন্ত ছুটির ঘোষনা করা হয়েছে। জুনের ৫ থেকে ৬ তারিখ দুই দিন হবে নির্বাহী আদেশে ছুটি এবং বাকি চার দিন ৭ থেকে ১০ তারিখ পর্যন্ত থাকবে সাধারণ ছুটি।

২০২৫ সালের দূর্গা পূজার ছুটি

২০২৫ সালের দূর্গা পূজার ছুটি কয়দিন অনুমোদন করা হয়েছে তা অনেকে যানেনা। যানতে আমাদের সাইট ভিজিট করুন আর নতুন অনুমদন হওয়া ২০২৫ ঈদ ও পূজার নতুন ছুটি বাংলাদেশে ছুটির লিস্ট দেখে নিন। সামনে বছরের পূজার ছুটি দিন তারিখ ঠিক করা করেছে বাংলাদেশের প্রধান উপদেষ্ঠা। সামনে বছর এই নিয়ম অনুযায়ী ছুটি থাকবে। তাহলে পূজার ছূটি নিচে দেখে নিন।
২০২৫-সালের-দূর্গা-পূজার-ছুটি

তারিখ বার দিন-ছুটির ধরণ
০১-১০-২০২৫ বুধবার দূর্গা নবমী (নির্বাহী আদেশে ছুটি)
০২-১০-২০২৫ বৃহস্পতিবার দূর্গা দশমী (সাধারণ ছুটি)
তাহলে সামনে বছর পূজার ছুটি পরছে দুই দিন বুধবার ও বৃহস্পতিবার। অক্টোবর মাসের ১ তারিখ ও ২ তারিখ পূজার ছুটি থাকছে। ১ তারিখ পরছে নবমী দিন সেদিন থাকবে নির্বাহী আদেশে ছুটি এবং ২ তারিখ দশমী দিন সেদিন থাকবে সাধারণ ছুটি। তাহলে বুঝতে পারলেন কোন দিন কি হিসেবে ছুটি থাকছে। ২০২৫ সালের পূজর ছূটি থাকছে দুই দিন।

শেষ কথা

২০২৫ ঈদ ও পূজার নতুন ছুটি বাংলাদেশে দেখলেন আশাকরি বুঝতে পেরেছেন নতুন এই ছুটির লিস্টে কি কি পরিবর্তন হয়েছে ও কি কি অপরিবর্তীত রয়েছে। এরকম গুরুত্বপূর্ণ তথ্য মূলক আর্টিকেল পেতে চাইলে আমাদের সাইট ফলো করে থাকুন। কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। এতক্ষন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নেক্সাস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url