টেসলা পাই ফোন প্রাইস ইন বাংলাদেশ ২০২৫
টেসলা পাই ফোন প্রাইস ইন বাংলাদেশ ২০২৫ বাজারে আসতে চলেছে নতুন এই পাই ফোন যা বিশ্বকে এক নতুন ফোন দেখবে ইলন মাস্কের। নতুন এই ফোন নিয়ে প্রশ্ন এবং অজানা তথ্য নিয়ে আজকের তথ্য।
বাংলাদেশে এই ফোন কবে পাওয়া যাবে বাংলাদেশে দাম কেমন হতে পারে এই ফোন কবে লঞ্চ হতে চলেছে এই ফোন কি কি ফিচার থাকবে তা জানতে আর্টিকেলটি সম্পূর্ন পড়ুন।
পেজ সূচিপত্রঃ টেসলা পাই ফোন প্রাইস ইন বাংলাদেশ ২০২৫
নিচের যেকোন অংশ পড়তে চাইলে জাস্ট ক্লিক করুন
- টেসলা পাই ফোন প্রাইস ইন বাংলাদেশ ২০২৫
- টেসলা মোবাইল দাম
- টেসলা পাই ফোনের ফিচার
- টেসলা পাই ফোন লঞ্চ ডেট
- শেষ কথা
টেসলা পাই ফোন প্রাইস ইন বাংলাদেশ ২০২৫
টেসলা পাই ফোন প্রাইস ইন বাংলাদেশ ২০২৫ বিশ্ব এক নতুন ফোন দেখতে চলেছে এই বছরে
তবে বাংলাদেশে এই ফোন বাজারে আসতে সময় নিয়ে নিবে ২০২৫ সাল। তবে এই ফোনের দাম
বিভিন্ন সূত্রে জানা গেছে ৮০০ থেকে ১২০০ ডলার পর্যন্ত তাহলে বাংলাদেশী টাকায় এর
দাম দাড়াচ্ছে ৯০ হাজার থেকে ১০৪০০০০ টাকা পর্যন্ত তবে এখনও অফিসিয়াল কোন খবর
পাওয়া যায়নি ফোনটি লঞ্চ হলে এর সঠিক দাম নির্ধারণ করা যাবে।
টেসলা মোবাইল দাম
টেসলা মোবাইল দাম টেসলা পাই ফোন প্রাইস ইন বাংলাদেশ ২০২৫ ইলন মাস্কের
অন্যান্য নব টেসলা মোবাইল ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হয়েছে তবে নতুন ফিচার
যুক্ত টেসলা পাই মডেলটি এখনও লঞ্চ হয়নি তবে শোনা যাচ্ছে এই বছরের শেষ এর দিকে
লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। টেসলা মোবাইলের নতুন ফিচার যুক্ত পাই ফোনটির মূল্য
এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি তবে শোনা যাচ্ছে ৭০ থেকে ৮০ হাজার বাংলাদেশি টাকায়
পাওয়া যেতে পারে।
টেসলা পাই ফোনের ফিচার
টেসলা পাই ফোনের ফিচার আপনাকে করে দিবে অবাক। টেসলা পাই ফোন প্রাইস ইন
বাংলাদেশ ২০২৫ এর অবাক করা এই ফিচার নিয়ে ইলন মাস্কের নতুন মডেল টেসলা পাই ফোনটি
বাজারে আসতে চলেছে। যেই ফিচারের কথা বলা হয়েছে তা আপনি শুনলে অবাক হয়ে যাবেন।
চলুন আমরা নিচে দেখে নি কি কি ফিচার পাওয়া যাবে নতুন এই টসেলা পাই ফোনের মডেলে।
নিউরিলিংক সুবিধা
নিউরিলিংক এমন এক পযুক্তি যা বর্তমান বিশ্বকে অবাক করার মতন প্রযুক্তি। এই
পযুক্তি হলো মানব মসতিষ্কের সংযোগ ঘটায়। অথ্যাং আপনি যদি কোন চিন্তা করেন তাহলে
আপনার টেসলা পাই ফোন সেটি বুঝতে পারবে এবং আপনার ফোন সেটি কাজ করবে। তারমানে
বুঝতে পারছেন টেসলাই এই পাই ফোন আপনার চিন্তার মাধ্যমে পরিচালিত হবে এবং কাজ
করবে। আপনাকে ফোন হাত দিয়েও করতে হবে না ফোন একাই কাজ করবে।
নিউরিলিংক কিভাবে কাজ করে দেখুন।
যেকোন স্থানে ইন্টারনেট সুবিধা
যেকোন স্থানে ইন্টারনেট সুবিধা থাকছে এই ফোনে আপনি যদি এই ফোন নিয়ে কোন দূর্গম
যায় গায় যান যদি সেখানে ইন্টারনেট সুবিধা না থাকে তবে আপনি এই ফোনে ইন্টারনেট
সুবিধা পাবেন। স্টারলিংক স্যাটেলাইটের সাথে সংযুক্ত থাকবে আপনার ফোন। আপনি
পৃথিবীর যেকোন প্রান্তে যান কোন সমস্যা নাই আপনার ফোনে স্যাটেলাটের মাধ্যমে থাকবে
৫জি ইন্টারনেট সুবিধা।
থাকবেনা কোন চার্জের ঝামেলা
টেসলা এই পাই ফোনে থাকবেনা কোন চার্জের ঝামেলা নতুন এই ফোনে থাকবে সোলার চার্জিং
ব্যবস্থা। সোলার চাজিং ব্যবস্থা হলো সূর্যের আলোতে আপনার ফোন চার্জ হবে। একবার
চার্জ দিয়ে দিলে আর ফোন চার্জ দিতে হবেনা অটোমেটিক যেকোন আলোতে চার্জ হতে থাকবে।
তারমানে বোঝা যাচ্ছে আপনার ফোন চাজিং করা নিয়ে কোন ঝামেলা পহাতে হবে না।
ফোনের পেছনে কালার চেন্জ
ফোনটিতে সোলার প্যানেল ও ফোনের পেছনে ফটোক্রমিক প্রলেপ রয়েছে যা এই ফোনের সূর্যের
আলোতে রং বদলাতে সাহায্য করবে। তারমানে আপনার ফোনে যখন সূর্যের আলো পড়বে তখন
মূহর্তে রং বদল করে দিবে।
গাড়ি নিয়ন্ত্রন
এই ফোন দিয়ে আপনি আপনার গাড়ি নিয়ন্ত্রন করতে পারবেন থাকবে নতুন সব ফিচার। গাড়ি
অন ওফ আপনার গাড়ি এই ফোন ছাবির মতন কাজ করবে।
স্পেসিফিকেশন কি কি থাকছে
টেসলার এই পাই ফোনে থাকতে পারে 4কে লেভেলের ৬.৫ অথবা ৬.৭ ইঞ্চির ওলেড ডিস্পেলে
থাকবে ৪৫৮ পিপিআই পিক্সেল ও ১২০ হার্জ রিফ্রেশরেট থাকবে এবং ১৬০০ নিটস এর
ব্রাইটনেস থাকবে। ব্যাটারি ৫০০০এমএএইচ ক্যামেরা হিসেবে পেছনের ক্যামেরাই থাকছে
তিনাট ক্যামেরা ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ও সামনের ক্যামেরাই থাকছে ৩২
মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। চিপসেট হিসেবে থাকবে তাদের নিজস্ব চিপসেট টেসলা
প্রসেসর। আরো তথ্য জানতে
স্পেসিফিকেশন
ক্লিক করুন।
টেসলা পাই ফোন লঞ্চ ডেট
টেসলা পাই ফোন লঞ্চ ডেট নিয়ে যত জল্পনা কল্পনা টেসলার এই ফোন ২ বছর আগের এক
রির্পোটে বলা হয়েছিল ২০২৪ এর শুরুর দিকে লঞ্চ করতে পারে তবে এখনও টেসলা কম্পানি
বা ইলন মাস্ক অফিসিয়ালি এই ফোনের ব্যাপারে কোন কিছু মন্তব্য করেননি।
অন্য সূত্রে জানা যায় যে ২০২৪ সালের শেষের দিকে লঞ্চ হতে পারে। তাহলে টেসলা
পাই ফোন প্রাইস ইন বাংলাদেশ ২০২৫ যতক্ষন না অফিসিয়াল কোন ইনফরমেশন পাওয়া যাচ্ছে
ততক্ষন সাঠিক কিছু বলা সম্ভব নয়।
শেষ কথা
টেসলা পাই ফোন প্রাইস ইন বাংলাদেশ ২০২৫ এবং এই ফোনের যাবতিয় ফিচার সম্পর্কে যানতে
পারলেন এই ফোন কবে লঞ্চ হবে এবং কবে বাংলাদেশের মার্কেটে আসতে পারে তা বলা যাচ্ছে
না কারন টেসলা অফিসিয়াল কোন
অ্যানাউইন্সমেন্ট হয় নায়। এরকম গুরুত্বপূর্ণ তথ্যমূলক আর্টিকেল পড়তে চাইলে আমাদের
সাইট ফলো দিয়ে রাখুন। আমরা প্রতিনিয়ত আপডেট করে থাকি।
নেক্সাস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url