গর্ভাবস্থায় মরিয়ম ফুলের ব্যবহার

 ভূমিকা

গর্ভাবস্থায় মরিয়ম ফুলের ব্যবহার এই নিয়ে যত জল্পনা কল্পনা আপানাদের আজকে জানাব যে আশোলে মরিয়ম ফুলের গর্ভাবস্থায় কিভাবে ব্যবহার করবেন।

গর্ভাবস্থায়-মরিয়ম-ফুলের-ব্যবহার

মরিয়ম ফুলের ব্যবহার জানতে আমাদের সাথেই থাকুন এই ফুলের গুনাবলি খাবার পদ্ধতি সহ আসলে কি বাচ্চ হয় কিনা হাদিসে এই ফুলের সম্পর্কে কি বলা আছে জানব।

পেজ সূচিপত্রঃ গর্ভাবস্থায় মরিয়ম ফুলের ব্যবহার

নিচের যেকোন অংশ পড়তে চাইলে জাস্ট ক্লিক করুন

গর্ভাবস্থায় মরিয়ম ফুলের ব্যবহার

গর্ভাবস্থায় মরিয়ম ফুলের ব্যবহার বর্তমানে এই ফুল নিয়ে অনেকে অনেক বিভ্রান্ত তথ্য দিয়ে মতামত দিচ্ছেন আসলে এই ফুল ব্যবহারে কোন বাচ্চা হয় না বা বাচ্চা এনে দেয় না এই ফুলের ব্যবহারে। এই ফুল মূলত একটি ভেষজ ফুল যা কেবল মাত্র গর্ভাস্থার ব্যাথা লাঘব করতে যুগে যুগে এই ফুল ব্যবহার হয়ে আসছে নবীর যুগ থেকে ব্যবহার হয়ে আসছে বিধায় এই ফুল নিয়ে এত আলোচানা।

গর্ভাবস্থায় এই ফুল অনেক কার্যকর কারণ এই প্রসব কালীন সময়ে এই ফুল রুমের মধ্যে ভিজিয়ে  রাখতে হয় এতে আপনার প্রসবের ব্যাথা কমাতে এই ফুল আলৌকিক ভাবে আল্লাহর রহমতে কাজ করে। প্রসবের যন্ত্রনা সহ এই ফুল আপনার জরায়ু খুলতে সাহায্য করে এতে আপনার কষ্ট ও ব্যাথা কম অনুভূতি হয়।

মরিয়ম ফুলের ইতিহাস

মরিয়ম ফুলের ইতিহাস ইসলামের যুগ থেকে কিছু ঘটনা আমরা শুনে আসছি সেটি হলো একদিন নবী (সাঃ) একজন মহিলাকে দিয়েছিল এই মরিয়ম পাতা মেয়েটি গর্ভস্থায় ছিল এই ফুলটি গরম পানিতে মিশিয়ে গর্ভবতী নারীর বাচ্চা প্রসবের সময় উন্নতি লাভ করে। আরো একটি ঘটনা দেখা যায় সেটি হলো একদা মরিয়ম (আঃ) সন্তান প্রসবের সময় এই ফুল শক্ত হাতে আঁকড়ে ধরে ছিল সন্তান প্রসবের প্রক্রিয়াটি যেন সহজ করে তলে সেই ক্ষেত্রে ব্যবহার হত।

এবং আরো একটি ঘটনা দেখা যায় সেটি হলো মরিয়ম ফুলকে যীশুর মা প্রবিত্র মরিয়মের আশির্বাদ বলে মনে করে অনেক মানুষ যা পুরো কাল্পনিক একটি গল্প। ওপরের দুইটি ঘটনা গুলো আদো সত্যি কিনা তা আল্লাহ ভালো যানেন। তবে মরিয়ম ফুলের গুনাগুন রয়েছে সন্তান প্রসবের সময় এটি একটি ঔষধি গাছ এটি সত্য। মরিয়ম ফুলের ঘটনা গুলো পর্যায়ক্রমে দেখে বোঝা যায় যে সন্তান প্রসবের একটি কার্যকর ভেসজ উদ্ভিদ।

মরিয়ম ফুল এর উপকারিতা

মরিয়ম ফুল এর উপকারিতা নিয়ে সত্য তথ্য যানুন। এই ফুল মূলত সন্তান প্রসবের সময় যে ব্যাথা অনুভূত হয় সেই ব্যাথা লাগব করার যন্য মূলত এই ফুল ব্যবহার হয় তা মানুষের ধারনা। অনেকে হজ্বে গিয়ে এই ফুল বাসায় নিয়ে আসে এই ফুল দিয়ে উপকার পাওয়ার জন্য যেমন মহানবী (সাঃ) যুগ থেকে শোনা যায় আল্লাহর এই কুদরতি ফুলটি কোন নারীর গর্ভস্থায় সময় কালীন বা শের্ষ মূহর্তে ব্যাথা কমিয়ে দ্রুত এবং নরমাল ভাবে সন্তান প্রসব করানো যায়।

মরিয়ম ফুল খাওয়ার নিয়ম

মরিয়ম ফুল খাওয়ার নিয়ম আল্লাহর রহমতের এই ফুল খাওয়ার কিছু বিশেষ নিয়ম রয়েছে। আপনার যদি সন্তান না হয় আল্লাহর রহমতে দোয়া করে এই ফুল খেলে আপনার বাচ্চা হওয়ার সম্ভাবনা রয়েছে এটা ভাববেন না যদি আল্লাহ চায় তাহলে অবশ্যাই সন্তান প্রসব হবে আপনার। তবে অবশ্যাই নিয়ত করে ব্যবহার করবেন এই ফুল।

এই ফুল রাতে ভিজিয়ে রাখবেন এবং তাহাজ্জুদ নামায পরার সময় উঠবেন এবং নামায পরার আগে একবার খাবেন এবং নামায শেষ করে একবার খাবেন। অবশ্যই নিয়ত করে এইভাবে ১ মাস ধরে খাবেন।আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। ফযরের নামাযের আগে খাওয়া শেষ করবেন।

মরিয়ম ফুল কিভাবে খেলে বাচ্চা হয়

মরিয়ম ফুল কিভাবে খেলে বাচ্চা হয় তা অনেকে যানেন না। আপনার আসল কাজ হলো আগে সঠিক নিয়ত করা। আপনি যদি মনে করেন যে এই ফুল খেলেই আপনাকে সন্তান এনে দিবে তাহলে আপনার ধারণা ভুল আপনার সন্তান এই ফুল দিতে পারবে না। আপনি যদি মনে করেন এই ফুলের জন্য আমার সন্তান হয়েছে এটিও আপনার ভুল ধারণা। সন্তান দেওয়ার মালিক আল্লাহ।

এই ফুল খেলে আপনাকে সন্তান দেবে না। সন্তান দেওয়ার মালিক সৃষ্টি কর্ত। আপনি যেটি করবেন সেটি হলো এই ফুল আপনি প্রতি রাতে ভিজিয়ে রেখে ভিজিয়ে রাখা পানি সকাল এবং সন্ধাই খাবেন তিন মাস পর্যন্ত। কিন্তু অবশ্যাই আপনাকে নিয়ত করে খেতে হবে। আপনি আল্লাহ কাছে সন্তান চাইবেন ফুলের বিনিময়ে না সন্তান দানের বিনিময়ে। যেহেতু এটি আরবীয় নবী (সাঃ) যুগের ফুল সেহেতু এই ফুলের ফযিলত রয়েছে প্রসবের ক্ষেত্রে।

রিয়ম ফুল পানি কিভাবে খেতে হয়

মরিয়ম ফুল পানি কিভাবে খেতে হয় আপনারা অনেকে যানেন না মরিয়ম ফুল কিভাবে পানিতে মিশিয়ে খেতে হয়। মরিয়ম ফুল খারওয়ার আগে অবশ্যাই এই ফুল অরজিনাল নাকি সেটি বিবেচনা করে নিবেন।এ গর্ভাবস্থায় মরিয়ম ফুলের ব্যবহার এবং এর অরজিনাল ফুলের ভিত্তিতে এর কার্যাবলি প্রকাশ পায়। এই ফুল আরবীয় দেশের ফুল। কিন্তু অন্যান্য দেশেও এই ফুল জন্মায়। যারা হজ্ব করে আসে তারা অনেকে এই ফুল নিয়ে আসে তাদের কাছ থেকে অরজিনাল ফুল পাওয়া যায়।

অরজিনাল ফুলের কার্যক্ষমতা বেশি। প্রতিদিন ফযরে এবং তাহাজ্জদ নামাযের পর খাবেন। রাতে এই ফুল একটি পাত্রে ভিজিয়ে রাখবেন। তাহাজ্জদ নামাযের সময় উঠবেন এবং নামাযে খাস দিলে আল্লাহর খাছে নিয়ত করবেন এবং নিয়ত শেষে ভেজানো পানি গ্লাসে নিয়ে খেয়ে নিবেন। তারপর আবার ফযরে উটবেন এবং নামায শেষে নিয়ত করে আরো এক গ্লাস ভেজানো পানি খেয়ে নেবেন। এইভাবে ১ থেকে ৩ মাস খাবেন। বাকিটা আল্লাহর ইচ্ছায় হবে।

মরিয়ম ফুল বাংলাদেশের কোথায় পাওয়া যায়

মরিয়ম ফুল বাংলাদেশের কোথায় পাওয়া যায় এবং গর্ভাবস্থায় মরিয়ম ফুলের ব্যবহার অনেকে না যেনে যেকোন অনলাইন প্লাটফর্ম গুলো থেকে কিনে ফেলেন পরে কোন কাজ হয়না। আগেই বলি এই ফুল বাংলাদেশে জন্মায় না। এই ফুল আরবীয় ফুল সৌদি আরবে এর জন্মস্থান।
মরিয়ম-ফুল-বাংলাদেশের-কোথায়-পাওয়া-যায়
মরিয়ম বড় আকারের ফুল গুলো কার্যক্ষমতা অনেক বেশি এবং এর দামও অনেক বেশি ৯০০ টাকার মতন আপনি বড় ফুল কিনতে চাইলে এই দারাজ লিংকে ক্লিক করুন। তবে অবশ্যাই রিভিউ দেখে নেবেন। ছোট আকারের ফুল কিনতে চাইলে ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে পেয়ে যাবেন যেমন বিবাজারআজকের ডিল ইত্যাদি। আমার মতে বড় ফুল কেনায় আপনার জন্য ভালো হবে।

যেহেতু আরবীয় ফুল বাংলাদেশে এই ফুল যেইসব দেখা যায় তা সৌদিআরব থেকেই আনা। তবে যারা সৌদি আরব থেকে ইমপোর্ট করে আনে তাদের ফুল গুলো অরজিনাল। বাংলাদেশের বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠান গুলোতে এই ফুল বিক্রি হয়ে থাকে।

মরিয়ম ফুল নিয়ে কোরআনের আয়াত

মরিয়ম ফুল নিয়ে কোরআনের আয়াত অনেকে না জেনেই মরিয়ম ফুলের বিষয়ে কোরআনের আয়ত খোজ করেন। আশোলে মরিয়ম ফুল নিয়ে কোরআনের কোথাও কোন উল্লেখ খুজে পাওয়া যায় না। কোরআনে বলা রয়েছে সূরা মারইয়াম আয়াত ১৯:২৩ যে বিবি মরিয়ম আঃ যখন প্রচন্ড প্রসব বেদনায় ছিলেন এবং একটি খেজুর গাছের কাছে গিয়েছিলেন।

মরিয়ম ফুল নিয়ে কোরআনে নিদিষ্ট নামে কোন আয়াত এর প্রমান নাই। সূরা ত্ব-হা আয়াত ১৩১ এবং সূরা আশ-আয়াত ৪২ দেখা যায় যে আল্লাহ তালা ফুলের কথা উল্লেখ করেছেন কিন্তু নির্দিষ্ট করে মরিয়ম ফুল নিয়ে কোন কথা উল্লেখ করে নাই। তাহলে বোঝায় গেলো মরিয়ম ফুল নিয়ে আল্লাহ তালার কোরআনে কোন আয়ত বা প্রমান নাই।

মরিয়ম ফুল সম্পর্কে হাদিস

মরিয়ম ফুল সম্পর্কে হাদিস কি বলে মরিয়ম ফুল সম্পর্কে হাদিসে কিছু বলা নেই তবে মানুষ যুগে যুগে বিশ্বাস করে আসছে যে এই সম্পর্কে হাদিস রয়েছে তাদের ধারণা ভুল। এই ফুল নিয়ে কোন হাদিস খুজে পাওয়া যায় না তবে এর ব্যবহার সম্পর্কে কিছু তথ্য উঠে আসে যেমন কিছু মুসলিম বোনেরা গর্ভাস্থায় সহজ করার জন্য এই ফুল ব্যবহার করেছিলেন এবং প্রসবের ব্যাথা থেকে রক্ষা পেতে ফুলের পানি ব্যবহার করেছিলেন।
মরিয়ম-ফুল-সম্পর্কে-হাদিস
কোরআনে সূরা মারাইয়াম এ দেখা যায় যে এই ফুলের সম্পর্কে কোন আয়াত উল্লেখ নাই যদি থাকত তাহলে অবশ্যই হাদিসেও থাকত। আমাদের আর্টিকেল যেহেতু গর্ভাবস্থায় মরিয়ম ফুলের ব্যবহার এই নিয়ে সেহেতু এই ফুল নিয়ে কিছু আলোচনা না করলেই হয় না। আপনাদের সুবিধার্তে এর যতটুকু সম্ভব সত্য তথ্য তুলে ধরার চেষ্টা করেছি আশাকরি বুঝতে পেরেছেন।

শেষ কথা

গর্ভাবস্থায় মরিয়ম ফুলের ব্যবহার এই নিয়ে আমাদের আজকের আর্টিকেল সমাপ্তি হল। তবে পাঠকের মতে এই ফুল নিয়ে বিশ্বাস করা আপনার গুনাহর কাজ হবে। কারণ এইফুল আপনাকে কখনও সন্তান দিতে পারবে না। তবে হ্যা এটি একটি ঔষধি গাছ আপনার প্রসবের ব্যাথা ইত্যাদি স্বাস্থ্য জনিত কাজে ব্যবহার হয়ে থাকে।

এতক্ষন আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। এরকম গুরুত্বপূর্ণ সত্য তথ্য মূলক আর্টিকেল আমরা নিয়মিত প্রকাশ করে থাকি। চাইলে আমাদের ওয়েবসাইট ফলো দিয়ে রাখতে পারেন। নিয়মিত নতুন আপটেড পেতে থাকবেন। কোন কিছু জানার থাকলে নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নেক্সাস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url