শীতকালীন সবজির বাজার প্রতিবেদন নবম শ্রেণি
শীতকালীন সবজির বাজার প্রতিবেদন নবম শ্রেণি আমরা তোমাদের জন্য আজকের আর্টিকেলে শীতকালীন সবজি নিয়ে একটি বাজার প্রতিবেদন তৈরি করে দেখাব। তোমরা ধৈর্য সহকারে পুরো আর্টিকেলটি পড়বা।
বিস্তারিত একটি প্রতিবেদন তৈরি করার জন্য শীতকালীন সবজির বর্তমান বাজার দর নিয়ে নবম শ্রেণীরা একটি পূর্নাঙ্গ প্রতিবেদন তৈরি করতে পারবা যা তোমাদের বিভিন্ন কাজে দিবে।
পেজ সূচিপত্রঃ শীতকালীন সবজির বাজার প্রতিবেদন নবম শ্রেণি
নিচের যেকোন অংশ পড়তে চাইলে জাস্ট ক্লিক করো
- শীতকালীন সবজির বাজার প্রতিবেদন নবম শ্রেণি
- শীতকালীন সবজির বাজার রচনা
- শীতকালীন সবজির নামের তালিকা
- ১০টি শীতকালীন সবজির নাম
- শীতকালীন সবজির চাষের সময়
- শেষ কথা
শীতকালীন সবজির বাজার প্রতিবেদন নবম শ্রেণি
শীতকালীন সবজির বাজার প্রতিবেদন নবম শ্রেণি তোমরা যারা শীতকালীন সবজি নিয়ে একটি
প্রতিবেদন তৈরি করতে চাও তোমাদের জন্য একটি ছোট আঁকারে দুইটি প্রতিবেদন তৈরি করে
হয়েছে সম্পূর্ণ পড়লে তা বুঝতে পারবা।
প্রতিবেদনটি অনেক সহজ এবং সুন্দর যা তোমাদের ক্লাস টিচার দেখলে অনেক খুশি হবে
সুন্দর প্রতিবেদন লিখার জন্য চলো নিচে আমরা এখন শীতকালীন সবজির ১৫০ থেকে ২০০
শব্দের প্রতিবেন দেখব।
চড়া দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি
শীতকালীন সবজির ভরা মৌসুম এখন। এই সময়ে বাজারে শীতকালীন সবজির সরবারহ
সবচেয়ে বেশি থাকে। বাজারে প্রতিনিয়ত দাম ওঠানামা করে। সপ্তাহের ব্যবধানে শীতকালীন
সবজির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। এক খবরে জানা যায় যে বিভিন্ন জেলায়
বৃষ্টির কারণে সবজি চাষে উৎপাদন ব্যহত হয়েছে ফলে সরবরাহ কমেছে।
গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা
যায় যে আলু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কিন্তু গত সপ্তাহে আলুর দাম ছিল ৫০ থেকে
৬০ টাকা। এদিকে বেগুন বিক্রি হচ্ছে ৭০ থেতে ৮০ টাকা।
গত সপ্তাহে শিমের দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা তবে এখন কিনতে হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়।
ফুলকপিঁ ও বাধাঁকপির দাম ছিল দেখার মতন ১০০ থেকে ১২০ টাকা কেজি প্রতি পিচ ওজন করে
৫০০ গ্রামের কম-বেশি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়।
ব্রকলির দাম বেড়ে তা হয়েছে ১০০ থেকে ১৩০ টাকা কেজি। টমেটো ১৮০ থেকে ২০০ টাকা কেজি
যা ধরনার বাহিরে এতটাকা দিয়ে মানুষ টমেটো কিনবে কিভাবে তারপরও মানুষ পেটের দায়ে
বাধ্য হয়ে ক্রয় করছে। গাজর বর্তমানে ১৮০ থেকে ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
কাওরান বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ হেলাল বলেন সরবরাহ কমায় পাইকারিতে সবজির
দাম পরছে বেশি যার ফলে খুচড়া বাজারে তার প্রভাব পড়েছে।
এক ক্রেতা অভিযোগ করেন সবজি উচ্চমূল্যে বিক্রি হচ্ছে। ক্রেতা বলেন যেই সময়ে ৫০
টাকা কেজি দরে টমেটো কিনতাম সেইখানে ২০০ টাকা কেজি দর দাম দিয়ে কিনতে হচ্ছে। এত
দাম দিয়ে সবজি কেনাটা মধ্যবিত্তদের জন্য দুঃসাধ্য হয়ে পড়েছে। কাঁচামাল আড়ত
মালিকদের তথ্য মতে জানা যায় যে সবজির দাম অন্য বছরের তুলনায় এই বছর বেশি।
প্রতিবেদক এর নাম ও ঠিকানাঃ নাম, ঠিকানা দিবে
প্রতিবেদন এর শিরোনামঃ চড়া দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি অথবা তোমার
ইচ্ছে মতন
প্রতিবেদন তৈরির সময়ঃ যে সময়ে তৈরি করছো তার সময়
প্রতিবেদন তৈরির তারিখঃ যেই তারিখে তৈরি করেছ তার তারিখ
৩.১.৩ সংবাদ প্রতিবেদন তৈরি করন শীতকালীন সবজির বাজার প্রতিবেদন বা বাজার রচনা
তোমরা দেখতে চাইলে আমাদের সাইট ফলো করতে পারো। এইখানে সুন্দর করে উস্থাপান করা
হয়েছে শীতকালীন সবজির বাজার রচনা বা প্রতিবেদন। তোমরা তোমাদের মতন সাজিয়ে নিবে
তবে দিন তারিখ তোমরা লিখার সময় ঠিক করে নিবে। আশাকরি বুঝতে পেরেছ। আমরা নিচে আরো একটি প্রতিবেদন তৈরি করেছি চাইলে দেখে নিতে পারো লিংকে ক্লিক করে।
আরো পড়ুনঃ শীতকালীন সবজির বাজার প্রতিবেদন
আরো পড়ুনঃ শীতকালীন সবজির বাজার রচনা ২০২৪
শীতকালীন সবজির বাজার রচনা
শীতকালীন সবজির বাজার রচনা তৈরি করতে চাও তাহলে তুমি সঠিক যায়গায় আছো। এখন
আমরা শীতকালীন সবজির একটি বাজার রচনা তৈরি করব যা তোমাদের বিভিন্ন কাজে দরকার
হতে পারে।উপরে শীতকালীন সবজির বাজার প্রতিবেদন নবম শ্রেণি প্রতিবিদেন তৈরি করা হয়েছে
তোমরা নিশ্চয় প্রতিবেদন দেখেছো। এখন আমরা একটি রচনা তৈরি করব।
শীতকালীন সবজি এটা শিরোনাম দেওয়া যায় বা তোমাদের পছন্দ থাকলে শীতকালীন বাজার নিয়ে একটি শিরোনাম দিতে পারো। তাহলে নিচে দেওয়া হলো শীতকালীন সবজি নিয়ে
একটি ছোট্ট রচনা।
শীতকালীন বাজার
হেমন্তের পর আসে শীত। আমরা জানি পোষ ও মাঘ এই দুই নিয়ে শীতকাল। এই
দুই মাসে গ্রামের মাঠ ঘাট পুকুর ক্ষেতের ফসল ইত্যাদি কুয়াশার চাদরে ঢেকে থাকে।
চারিদিকে শুষ্ক আবহাওয়া থাকলেও এই সময় প্রকৃতি যেন এক নতুন রূপ ধারণ করে নানান
শীতকালীন ফল মূল ও সবজি নিয়ে আসে। যেমন মুলা বাধাকপি ফুলকপি লাউ টমেটো ধনেপাতা
পালংশাক মটরশুটি ওলকপি শালগম শিম ইত্যাদি।
গ্রামের কৃষকরা শীতকালে কষ্ট করে যেমন আমাদের জন্য ফসল ফলায় বিনিময়ে সবজি বিক্রি
করে তাদের জিবন চলে প্রতিনিয়ত পার করছে দিন। শীতের শুরুতে সবজির দাম থাকে চড়া
মধ্যখানে দাম থাকে সিমিত এবং শীতের শেষে সবজির দাম হয়ে যায় বেশি এইভাবে বাজারে
প্রতিবছর শীতকালীন সবজির কেনা বেচা হয়ে থাকে। বাঙ্গালিদের ঘরে শীতকালে সবজির অভাব
হয় না। হাটে বাজারে গেলে শীতকালীন সবজির দেখা মিলে।
শীতকালীন সবজির মধ্যে একটি অসাধারণ সবজি হলো ধনিয়াপাতা যা যেকোন তরকারীর স্বাদকে
করে তুলে আরো অতুলনীয় তায় শীতকালে মানুষ বাজারে গেলে ধনিয়াপাতা ক্রয় করার কথা
যেনো ভুলেই না। বাঙ্গালিদের ঐতিহ্য বাহি ভাতে মাছে বাঙ্গালি শীতকালে ধনিয়াছাড়া
চলেই না। তাই শীতকালীন সবজির বাজার এর পরিস্থিতি থাকে অনেক ভিড় সকালে শীতকালের
টাটকা সবজি বেশি পাওয়া যায়।
আমরা তোমাদের জন্য শীতকালীন সবজির বাজার রচনা লিখলাম। তোমরা চাইলে এই রচনার মধ্যে
শীতকালীন সবজির প্রতিবেদনটি মিশ্রিত করে দিতে পারো তাহলে দুই রচনা মিলে সুন্দর
একটি রচনা তৈরি হয়ে যাবে তবে ২০০+ ওয়ার্ড হয়ে যাবে।
আমরা তোমাদের সুন্দর ভাবে কথা সাজিয়ে ছোট্ট করে রচনার তৈরি করে দিলাম চাইলে এরকম
তৈরি করতেও পারেন অথবা এইখান থেকে দেখে দেখে নিজের মতন করে সাজিয়ে নিতে পারো কোন
সমস্যা নাই।
শীতকালীন সবজির নামের তালিকা
শীতকালীন সবজির নামের তালিকা। আমরা তোমাদের জানাব শীতকালীন সবজির জনপ্রিয়
নামের তালিকা গুলো যেইগুলো বাজারে সচারচার বেশি দেখা যায় সবজি
গুলো। শীতকালীন সবজির বাজার প্রতিবেদন নবম শ্রেণি দেওয়া রয়েছে এখন একটি
নামের তালিকা তৈরি করা হবে তোমরা চাইলে নামের তালিকা দেখে শীতকালীন সবজির নামের
তালিকার একটি সুন্দর ধারণা তৈরি করতে পারবা।
- বাঁধাকপি
- ফুলকপি
- পালংশাক
- ধনিয়াপাতা
- টমেটো
- মটরশুটি
- শিম
- মূলা
- গাজর
- ওলকপি
- ব্রোকলি
- পালংশাক
- শালগম
মোট ১৩টি শীতকালীন সবজির নামের তালিকা তোমাদের সামনে উপস্থাপন করা হলো।
সবজিগুলো শীতকালে বাজারে করে তুলে জম জমাট। বাজারে এই সবজি গুলো শীতকালে
ক্রেতার ক্রয় করার ঢল নেমে যায় কারন দৃর্ঘ্য সময় পর শীতকালের সবজি বাজারে ওঠে।
প্রায় প্রতিটি বাজারে শীতকালীন সবজি শীতের শুরুতেও পাওয়া যায় আবার শীতের এক
মাসের মধ্যে সবগুলো বাজারে চলে আসে।
১০টি শীতকালীন সবজির নাম
১০টি শীতকালীন সবজির নাম তোমরা অনেকে জানোনা শীতকালীন সবজি কি কি বাজারে
যেয়ে জিজ্ঞাসা করি আমরা দোকানদারকে ভাই শীতকালীন সবজি কি কি এসেছে। তাদের
জন্য এই ১০টি সবজির নাম জেনে রাখো আর কখনও ভূলবে না। আমরা ওপরে শীতকালীন
সবজির বাজার প্রতিবেদন নবম শ্রেণি দেখেছি। এখন আমরা ১০টি জনপ্রিয় সবজির নাম
দেখব।
- বাঁধাকপি
- ধনিয়াপাতা
- টমেটো
- শিম
- মূলা
- পালংশাক
- ব্রোকলি
- মটরশুটি
- শালগম
- ওলকপি
তাহলে বোঝা গেলো ১০টি জনপ্রিয় শীতকালীন সবজির নাম তোমাদের প্রতিটি নিকটস্থ
বাজারে শীতের শুরুতে অথবা শীতের কয়েক সপ্তাহের মধ্যে বাজারে চলে এসেছে
শীতকালীন সবজি গুলো। শীতের শুরুতে সবজি গুলোর দাম থাকে বেশি কারন নতুন
সবজির দাম বেশি আবার শীতের মাঝামাঝি অবস্থায় দেখবে অনেকটা দাম কমে এসেছে
এবং শীতের শেষে সবজির গুলো দাম চাই বেশি কারন তখন সবজিগুলো শেষের পথে।
শীতকালীন সবজির চাষের সময়
শীতকালীন সবজির চাষের সময় কখন আমরা অনেকে জানিনা আপনাদের জন্য বলি যারা কৃষক
আছে তাদের অভিজ্ঞতা রয়েছে যারা জানেনা নতুন শীতকালীন সবজি চাষের জন্য
প্রস্তুত নিচ্ছে তাদের জন্য বলি আপনার শীতের আগে দ্রুত প্রস্তুত নিয়ে নিবেন
কারন আবহওয়ার কারনে অনেকে চাষ করতে ব্যার্থ হয় তাই আগাম প্রস্তুত নেওয়া
ভালো।
আপনাকে নভেম্বর থেকে মার্চ এই চার মাসের মধ্যে শীতকালীন সবজি
চাষ করতে হবে কারন এই নভেম্বর থেকে মার্চ মাস হলো শীতকালীন সবজি চাষের
উপযুক্ত সময়। এই সময়ে আবহাওয়া শীতল থাকে বৃষ্টিপাত কম হয় তাই ভালো ফলন হয়।
ভালো ফলন পেতে অবশ্যাই এই কয়েকমাসের মধ্যে ফসল ফলান লাভবান হবেন।
শেষ কথা
পাঠকের মন্তব্যে শীতকালীন সবজির বাজার প্রতিবেদন নবম শ্রেণি এর প্রতিবেদন
দেখলে তার সাথে বাজার রচনা সহ শীতকালীন সবজির তালিকা দেখান হলো। এরকম
গুরুত্বপূর্ণ তথ্যমূলক আর্টিকেল আমরা প্রতিনিয়ত প্রকাশ করে থাকি।
গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইট ফলো দিয়ে রাখুতে পারো প্রতিনিয়ত
আপডেট খবর তোমাদের কাছে পৌছে যাব্যে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য
ধন্যবাদ।
নেক্সাস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url