২০২৫ সালের রমজান কত তারিখ বাংলাদেশ

ভূমিকা

২০২৫ সালের রমজান কত তারিখ বাংলাদেশে রোজার আর কতদিন বাকি আছে কি বারে পড়ছে ৩০টি রোজা নাকি ২৯টি রোজা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই আর্টিকেলে। নিচে আমরা রোজার বিস্তারিত তথ্য তুলে ধরেছি।

২০২৫-সালের-রমজান-কত-তারিখ-বাংলাদেশ

মুসলমানদের শবচেয়ে বড় উৎসব হলো রমজান মাস, ঈদুল ফিতর এই রমজান মাস হাজার মাসের থেকে উত্তম এই মাসে মুসলমানরা সবাই রোজা থাকে। রোজার মাসের থেকে উত্তম মাস আর হয় না। নিচে সম্পূর্ণ রোজার মাসের বিস্তারিত দিন গুলো আলোচনা করা রয়েছে।

পেজ সূচিপত্রঃ ২০২৫ সালের রমজান কত তারিখ বাংলাদেশ

নিচের যেকোন অংশ পড়তে চাইলে ক্লিক করুন

২০২৫ সালের রমজান কত তারিখ বাংলাদেশ

২০২৫ সালের রমজান কত তারিখ বাংলাদেশ মুসলমানদের পাক ও পবিত্র মাস হলো রমজান মাস। এই বছরে মার্চ ২৮ বা ১ মার্চ থেকে রোজা শুরু হবে আমাদের বাংলাদেশে। তবে চাঁদ দেখার ওপরে সঠিক সময় প্রকাশ হয়ে থাকে। রমজান মাসের যে এত নিয়ামত সেটি বলে শেষ করা যাবেনা। এমনকি আমরা নিজেরাও জানিনা যে রমজান মাসের কত নিয়ামত একমাত্র আল্লাহ’তালা ভালো যানেন আমাদের যতটুকু জানার দরকার ততটুকু আমাদের আল্লাহ জানিয়েছেন বাকি জ্ঞান তার কাছেই আছে। 

তাই প্রতি বছর রমজান মাস আসলেই আমাদের মনে শান্তি আশে কারন এই মাসে বান্দাদের গুনাহ মাফ করা হয় রমজানের পুরো মাসটায় ফজিলত তবে বিশেষ কিছু দিন তারিখ থাকে যেইদিন গুলোতে আল্লাহ কাছে মাফ চাইলে আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। আমরা ২০২৫ সালের রমজান মাসের বাংলাদেশ ও ভারত ক্যালেন্ডর দেখব এবং ২০২৫ সালে রোজা কত তারিখে কোন দিন থেকে শুরু এবং শেষ ও বিশেষ দিন গুলো দেখে নিব। চাঁদ দেখার ওপর ভিত্তি করে দিনক্ষন কমবেশি হতে পারে।

২০২৫ সালের রমজানের ক্যালেন্ডার

২০২৫ সালের রমজানের ক্যালেন্ডার রমজান মাসের ক্যালেন্ডার দেখতে চাইলে আপনি সঠিক জায়গায় এসেছেন এইখানে বাংলা, হিজরী, ইংরেজী তারিখ সহ রোজার আর কতদিন বাকি আছে ২০২৫ আপনাদের জানাব। তাহলে সহজেই বুঝতে পারবেন তারিখ গুলো। ফেব্রুয়ারী মাসের ২৮ তারিখ থেকে রোজা শুরু হবে। ২৭ ফেব্রুয়ারী তারিখ রাতে অথ্যাৎ বৃহস্পতিবার রাতের শেষ প্রহরে শেহরি খেতে হবে। ২৮ তারিখ প্রথম রোজা সম্পন্ন হবে। তবে চাঁদ দেখার ওপর তারিখ একদিন কমবেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রের সন্ধ্যা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ - শনি, ২৯ মার্চ, ২০২৫
ইংরেজি তারিখবারহিজরী তারিখলায়লাতুল কদর
২৮-ফেব্রুয়ারী ২০২৫শুক্র১-রমজান, ১৪৪৬
১-মার্চ-২০২৫শনি২-রমজান, ১৪৪৬
২-৩-২০২৫রবি৩-রমজান, ১৪৪৬
৩-৩-২০২৫সোম৪-রমজান, ১৪৪৬
৪-৩-২০২৫মঙ্গল৫-রমজান, ১৪৪৬
৫-৩-২০২৫বুধ৬-রমজান, ১৪৪৬
৬-৩-২০২৫বৃহঃ৭-রমজান, ১৪৪৬
৭-৩-২০২৫শুক্র৮-রমজান, ১৪৪৬
৮-৩-২০২৫শনি৯-রমজান, ১৪৪৬
৯-৩-২০২৫রবি১০-রমজান, ১৪৪৬
১০-৩-২০২৫সোম১১-রমজান, ১৪৪৬
১১-৩-২০২৫মঙ্গল১২-রমজান, ১৪৪৬
১২-৩-২০২৫বুধ১৩-রমজান, ১৪৪৬
১৩-৩-২০২৫বৃহঃ১৪-রমজান, ১৪৪৬
১৪-৩-২০২৫শুক্র১৫-রমজান, ১৪৪৬
১৫-৩-২০২৫শনি১৬-রমজান, ১৪৪৬
১৬-৩-২০২৫রবি১৭-রমজান, ১৪৪৬
১৭-৩-২০২৫সোম১৮-রমজান, ১৪৪৬
১৮-৩-২০২৫মঙ্গল১৯-রমজান, ১৪৪৬
১৯-৩-২০২৫বুধ২০-রমজান, ১৪৪৬
২০-৩-২০২৫বৃহঃ২১-রমজান, ১৪৪৬লায়লাতুল কদর হতে পারে
২১-৩-২০২৫শুক্র২২-রমজান, ১৪৪৬
২২-৩-২০২৫শনি২৩-রমজান, ১৪৪৬লায়লাতুল কদর হতে পারে
২৩-৩-২০২৫রবি২৪-রমজান, ১৪৪৬
২৪-৩-২০২৫সোম২৫-রমজান, ১৪৪৬লায়লাতুল কদর হতে পারে
২৫-৩-২০২৫মঙ্গল২৬-রমজান, ১৪৪৬
২৬-৩-২০২৫বুধ২৭-রমজান, ১৪৪৬লায়লাতুল কদর হতে পারে
২৭-৩-২০২৫বৃহঃ২৮-রমজান, ১৪৪৬
২৮-৩-২০২৫শুক্র২৯-রমজান, ১৪৪৬লায়লাতুল কদর হতে পারে
২৯-৩-২০২৫শনি৩০-রমজান, ১৪৪৬
2025 সালের রমজান কত তারিখ বাংলাদেশ রোজার সময়সূচি সময়ের পরিবর্তনে ভিন্ন হতে পারে চাঁদ দেখার ওপর সৈয়দি আরব অনুযায়ী সময়সূচি দেখে আমাদের বাংলাদেশে ও ভারতে রোজার সময় নিধারর্ণ হয়ে থাকে। চাঁদ দেখার ওপরে ২৭ ফেব্রুয়ারী ২০২৫ রোজ বৃহস্পতিবার রাতে শেহরি খেতে হবে ২৮ তারিখ রোজ শুক্রবার প্রথম রোজা সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। ২০ রোজার পর বেজড় রাত গুলো লায়লাতুল কদরের রাত ধরা হয়ে থাকে এর মধ্যে যেকোন একটি রাত কদরের রাত হবে।

২০২৫ সালের রমজান ক্যালেন্ডার বাংলাদেশ

২০২৫ সালের রমজান ক্যালেন্ডার দেখেতে চান তাহলে সঠিক যায়গায় এসেছেন খুব সহজেই দেখে বুঝতে পারবেন কত তারিখে বাংলাদেশে রমজান মাস শুরু হবে। চাঁদ দেখার ওপরে রোজার সময়সূচি হবে সেটি ২৭ তারিখ রাত বা ২৮ তারিখ রাত সেহরি খাওয়ার সময় হতে পারে। রোজার আর কতদিন বাকি আছে ২০২৫ বাংলাদেশে ২৭ তারিখ রাতে সেহরি খেয়ে ২৮ তারিখে প্রথম রোজা হওয়ার সম্ভাবনায় বেশি। তাহলে দেখা যায় যে বাংলাদেশে ২০২৫ সালের রোজার তারিখ ২৮ থেকে ১ মার্চ এর মধ্যে।
তারিখরোজা
ফেব্রুয়ারী-২৮-২০২৫চাদ দেখার ওপর নির্ভরশীল
ফেব্রুয়ারী-২৮-২০২৫বাংলাদেশে প্রথম রোজা

২০২৫ সালের রমজান ঈদ কত তারিখ

২০২৫ সালের রমজান ঈদ কত তারিখ তা জানতে আমাদের সাথেই থাকুন খুব সুন্দর করে দেখানো হবে ২০২৫ সালের রমজান ঈদ কত তারিখে পরছে। মুসলমানদের ঈদ মানেই আনন্দ আর এই আনন্দ আমরা সবাই ভাগাভাগি করে নি। দীর্ঘ এক মাস রোজা থাকার পর অবশেষে আসে ঈদের দিন। ঈদের দিন রোজা রাখা হারাম এটা আমরা সবাই জানি। তাহলে চলুন নিচে দেখে নি ২০২৫ সালের রমজান ঈদ কত তারিখে পরছে।
তারিখঈদুল ফিতর
৩০-মার্চ-২০২৫চাদ দেখার ওপর নির্ভরশীল
৩১-মার্চ-২০২৫ঈদুল ফিতর

২০২৫ সালে রমজান কতদিন

২০২৫ সালে রমজান কতদিন ও 2025 সালের রমজান কত তারিখ বাংলাদেশ এটি সম্পূর্ন চাঁদ দেখার ওপর রোজা ২৯টি বা ৩০টি এটি নির্ভর হয়ে থাকে যেমন এই বছর অথ্যাৎ ২০২৪ সালে ৩০টি রোজা হয়েছিল ২০২৫ সালে ২৯টি বা ৩০টি রোজা হওয়ার ২টির মধ্যে একটি হবে হয় ২৯টি না হয় ৩০টি। তবে এইবারে ২৯টি রোজা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ২০২৫ সালে রমজান মাস ঠিক কতদিন হবে তা চাঁদ দেখার ওপর নির্ভর হবে।

রোজার আর কতদিন বাকি আছে ২০২৫ আজকের দিন থেকে প্রায় ৪মাস ২৬দিন আর বাকি আছে। তাহলে রোজা পরছে  ফ্রেব্রুয়ারী মাসের ২৮ তারিখ থেকে। রোজার ২০২৫ সালের তারিখ ক্যালেন্ডার জানতে আমাদের আজকের আর্টিকেল প্রতিনিয়ত ফলো করতে থাকুন এই পোস্টে আপডেট পেয়ে যাবেন সাথে সাথেই। আপডেট পেতে ওয়েবসাইট ফলো করে থাকুন।

২০২৫ সালের রমজান শবে কদরের রাত কবে

২০২৫ সালের রমজান শবে কদরের রাত কবে হবে তা প্রতিবছর আমাদের একটা ভূল ধরনা হয়ে থাকে সবাই ২৭ এর রাতকে শবে কদরের রাত ভেবে বসে থাকে কিন্তু আমরা ভূলে গেছি যে শেষ ১০টি রোজার বেজোড় রাত গুলোর মধ্যে একটি বেজোড় রাত শবে কদরের রাত হয় এইজন্য আমাদের উচিত শুধু ২৭ এ রাত না বেজোড় রাত গুলো যেমন ২১,২৩,২৫,২৭,২৯ রাত গুলোর মধ্যে একটি রাত হবে শবে কদরের রাত। তবে কিছু আলামত এর কথা রাসূলুল্লাহ (সাঃ) উল্লেখ করে গেছে নিচে দেখে নিন।
২০২৫-সালের-রমজান-শবে-কদরের-রাত-কবে
রোজাবারতারিখলায়লাতুল কদরের রাত
২১-রমজান-১৪৪৬বৃহস্পতিবার২০-০৩-২০২৫কদরের রাত হতে পারে
২৩-রমজান-১৪৪৬শনিবার২২-০৩-২০২৫কদরের রাত হতে পারে
২৫-রমজান-১৪৪৬সোমবার২৪-০৩-২০২৫কদরের রাত হতে পারে
২৭-রমজান-১৪৪৬বুধবার২৬-০৩-২০২৫কদরের রাত হতে পারে
২৯-রমজান-১৪৪৬শুক্রবার২৮-০৩-২০২৫কদরের রাত হতে পারে
  • এই রাতে আমল করে তৃপ্তি পাবেন
  • এই রাত বেশি অন্ধকার হবে না
  • এই রাতে হালকা ঠান্ডা বাতাস প্রবাহিত হতে পারে
  • এই রাতে বৃষ্টি হতে পারে
  • এই রাত নাতৃশীতোষ্ণ থাকবে গরম বা ঠান্ড লাগবে না
  • এই রাতে আল্লাহর প্রিয় কোন বান্দাকে স্বপ্নে জানিয়ে দিতে পারে 
শবে কদরের রাতের যে এত ফজিলত তা আমরা ভাবতেও পারবো না। এই রাত হাজার রাতের থেকে উত্তম এই মাস হাজার মাসের থেকে উত্তম মাস এই রাতে কুরআন নাজিল হয়। এই রাত চেনার জন্য আলামত গুলো আমাদের প্রিয় নবী (সাঃ) বলে গেছে।

যদি বেজোড় রাত গুলোর মধ্যে একটি বেজোড় রাতের সাথে আলামত গুলো মিলে যায় তাহলে কদরের রাত ধরে নিতে পারেন। তবে আমার ব্যাক্তিগত কথা হলো শেষ দশ রোজার ২১,২৩,২৫,২৭,২৯ এই রোজার প্রতিটি রাত অন্য রাতের থেকে বেশি আমল করবো। কারোন এই রাতের মধ্যে একটি রাতে লায়লাতুল কদর লুকিয়ে আছে।

২০২৫ সালের রমজান শবে মেরাজ কত তারিখে

২০২৫ সালের শবে মেরাজ কত তারিখে হবে তা আমরা অনেকে যানিনা শবে মেরাজ হবে ২০২৫ সালের জানুয়ারী মাসে অথ্যাৎ রজব মাসে শবে মেরাজ হবে কত তারিখ তার বিস্তারিত আলোচনা করবো গত বছর ও তার আগের বছর সহ শবে মেরাজ গুলো কত কত তারিখ পড়েছে এবং কি কি বার পড়ছে তা দেখানো হবে। 2025 সালের রমজান কত তারিখ বাংলাদেশ রমজানের ক্যালেন্ডার সম্পর্কে জানানো হয়েছে এখন আমরা শবে মেরাজের তারিখ গুলো নিচে দেখে নেবো।
বছরবারতারিখদিন
২০২০রবিবার২২-০৩-২০২০শবে-মেরাজ
২০২১বৃহস্পতিবার১১-০৩-২০২১শবে-মেরাজ
২০২২মঙ্গলবার০১-০৩-২০২২শবে-মেরাজ
২০২৩রবিবার১৯-০২-২০২৩শবে-মেরাজ
২০২৪শুক্রবার০৯-০২-২০২৪শবে-মেরাজ
২০২৫সোমবার২৭-০১-২০২৫শবে-মেরাজ
তাহলে বুঝতে পারলেন কত তারিখে শবে মেরাজ পড়ছে। রজব মাসের ২৭ তারিখে শবে মেরাজ পড়ছে অথ্যাৎ ২০২৫ সালের জানুয়ারী মাসের ২৭ তারিখ পবিত্র শবে মেরাজ পড়ছে। এই রাতে আমাদের প্রিয় নবী (সাঃ) মেরাজে গমন করেছিলেন। মক্কা থেকে যেরুজালেম পরে আল্লাহর সাথে সাক্ষাত করে এক রাতের মধ্যে গমনে শেষ করেন।

আপনাদের সংক্ষেপে বল্লাম বিস্তারিত বলতে গেলে অনেক আলোচনা করতে হবে। যেহেতু আমরা তারিখ জানতে এসেছি যে কবে পড়ছে শবে মেরাজ তাই এর বিস্তারিত আলোচনা পরে করবো। শবে বরাত থেকে শুরু করে শবে কদর পযর্ন্ত তিনটি রাতের বিস্তারিত আলোচনা করা হবে খুব শিগ্রই।

২০২৫ সালের শবে বরাত কত তারিখে

২০২৫ সালের শবে বরাত কত তারিখে হ্যা শবে বরাত কত তারিখে পরবে সেটা আমরা জানতে চায় কারণ শবে বরাত এর মতো একটি পবিত্র দিনের জন্য আগাম প্রস্তুত নেওয়া প্রয়োজন। তাহলে আগাম প্রস্তুত নেওয়ার জন্য আমাদের যানতে হবে ২০২৫ সালের শবে বরাত কত তারিখে আরবি ক্যালেন্ডার অনুযায়ী ৮তম মাসের শাবান মাসের ১৫তম রাতে পালিত হয় শবে বরাত। তবে শবে বরাতের দিন ঠিক করা হয় চাঁদ দেখার ওপরে তাই সময় একদিন আগে পিছে পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। 
২০২৫-সালের-শবে-বরাত-কত-তারিখে
সালবারতারিখনাম
২০২৫শুক্রবার১৪-০২-২০২৫পবিত্র শবে বরাত
তাহলে দেখা যায় যে ২০২৫ সালের ১৪ ফ্রেবুয়ারীর দিবাগত রাতে পড়ছে শবে বরাত। শবে বরাত এর রাতের ব্যাপারে আপনি অবশ্যই যানেন তারপরও সংক্ষেপে কিছুবলি সেটা হলো এই রাতে আল্লাহ তালা আসামানের নিকট বর্তি হন এবং বান্দা ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দেওয়া হয় এইজন্য এই রাতে সবাই বেশি করে নামাজ পড়ে ও আল্লাহর কাছে ক্ষমা চাই।

২০২৫ সালের রমজান মাস নিয়ে প্রশ্ন উত্তর

প্রশ্নঃ ২০২৫ সালের রমজান মাস কত তারিখে?

উত্তরঃ ২০২৫ সালের রমজান মাস শুরু হবে ২ মার্চ ২০২৫ তারিখ থেকে। তবে চাঁদ দেখার কমিটি সভায় চাঁদ দেখে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

প্রশ্নঃ রমজানে কি সরকারি ছুটি শুরু হয়?

উত্তরঃ রমজান মাসে বাংলাদেশে রবিবার দিন পড়ছে অর্থ্যাৎ বাংলাদেশে শুক্র ও শনিবার সরকারী ছুটি তবে ভারতে রবিবার ছুটি থাকায় তাদের রমজান শুরুর দিন পড়ছে সরকারী ছুটির দিন।

প্রশ্নঃ ২০২৫ সালের রমজান কতদিন?

উত্তরঃ ইসলামি ক্যালেন্ডার (হিজরি) অনুযায়ী শাবান মাসের অষ্ঠম মাস শেষ হলে রমজান শুরু হয়। তবে ২০২৫ সালে শনিবার ১লা মার্চ বা ২মার্চ রবিবার রমজান শুরু হবে বলে আশা করা যায় তবে চাঁদ দেখার ওপর সঠিক সময় নির্ধারন করা হবে।

প্রশ্নঃ ২০২৫ সালে কি দুট রমজান হবে?

উত্তরঃ না, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ২০২৫ সালে শুধুমাত্র একটি রমজান সম্পূর্ন হবে। দুইটি রোজা ১৯৯৭ সালে একবার হয়েছিল এবং পরবর্তী ২০৩০ সালে দুটি রমজান হবে বলে আশা করা হচ্ছে।

প্রশ্নঃ রমজান কতদিন?

উত্তরঃ রোজা সাধারণত ভোরের আলোর আগে শেহরীর সময় থেকে সন্ধার সূর্যাস্ত মাগরিব এর আজান পযর্ন্ত খাওয়া থেকে এবং শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকতে হয়। মুসলমানদের রোজা সাধারণত ২৯ থেকে ৩০টি রোজা হয় এবং মুসলমানদের জন্য প্রতিটি রোজা রাখা ফরজ।

প্রশ্নঃ ২০৩০ সালে কত রমজান?

উত্তরঃ ২০৩০ সালে দুটি রমজান হবে। একটি বছর ২০৩০ যা দুটি রমজান অনুষ্ঠিত হবে। প্রথমটি হবে ২০৩০ সালের জানুয়ারি মাসে এবং তারপরে ডিসেম্বর মাসে।

প্রশ্নঃ এবার কি রমজান ২৯ দিন হবে?

উত্তরঃ চাঁদ দেখার ওপর নির্ভর করে বলা যাবে। ২০২৫ সালে রমজান মাস শুরু হবে ১ মার্চ অথবা ২ মার্চ
থেকে এবং শেষ হবে ৩০ মার্চ অথবা ৩১ মার্চ। চাঁদ দেখার ওপর একদিন কম বেশি হতে পারে।

প্রশ্নঃ রাসুল (সাঃ) কি রমজানে ৩০ রোজা রাখতেন?

উত্তরঃ হ্যা রাসুল (সাঃ) পুরো রমজান মাস রোজা রাখতেন। হাদীসে আছে নবী (সাঃ) নয় বছর রমজানের রোজা রেখেছিলেন।

প্রশ্নঃ সেহরি ছাড়া রোজা রাখা যাবে কি?

উত্তরঃ সেহরি খাওয়া সুন্নত তবে ভুল ক্রমে সেহরি খেতে ভুলে গেলে বা ঘুম না ভাংলে রোজার নিয়ত করলে রোজা রাখা যাবে।

প্রশ্নঃ সেহরি মিস করলে কি পানি খাওয়া যাবে?
 
উত্তরঃ সেহরি মিস করলে পানি খেলে আপনার রোজা হবে না। আপনি সেহরি মিস করেছেন পরে রোজার নিয়ত করে নিতে হবে আপনি যদি রোজার নিয়ত করার পর পানি খেয়ে নেন তাহলে রোজা থাকবে না।

শেষ কথা

2025 সালের রমজান কত তারিখ বাংলাদেশ সম্পর্কে আপনার ধারনা এসেছে ২০২৫ সালে কোন মাসে রোজা শুরু কি বার থেকে রোজা শুরু কতটি রোজা হবে আশাকরি বুঝতে পেরেছেন তবে চাঁদ দেখার ওপর সঠিক ধারনাটি পাওয়া যাবে তবে এই আর্টিকেলে যেই সময় দিন তারিখের কথা উল্লেখ রয়েছে তা সঠিক সুধুমাত্র একদিন কমবেশি হতে পারে। সেটি পূর্ন সিদ্ধান্ত আসলে ঠিক করে দেওয়া হবে।

রোজার আর কতদিন বাকি আছে ২০২৫ তা হইতো জানতে পেরেছেন এতক্ষন আমাদের আর্টিকেল পড়ার জন্য আপনাকে ধন্যবাদ আমরা প্রতিনিয়ত আপডেট করে থাকি সঠিক সময় গুলো আর এরকম গুরুত্বপূর্ন আর্টিকেল আমরা প্রতিনিয়ত প্রকাশ করে থাকি ভালো লাগলে ফলো করে থাকুন।  

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নেক্সাস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url