চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো

চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো তা আমরা অনেকে জানিনা আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ন দিক হচ্ছে চুল। আপনি যদি আপনার চুলের সঠিক যত্ন নেন থাহলে আপনাকে দেখতে স্মার্ট লাগে তাই চুলের যত্নে শ্যাম্পুর কোন বিকল্প নাই।
চুলের-জন্য-কোন-শ্যাম্পু-সবচেয়ে-ভালো
আপনি চুলের যত্ন নিবেন আপনাকে হালকা স্টাইলেও সুন্দর লাগবে মানুষ দেখেও ভালো বলবে যে আপনার চুলগুলো সুন্দর। চুলের যত্ন নিবেন না আপনার চুল উশকো খুশকো হয়ে থাকবে দেখতেও ভালো লাগবেনা। অবশ্যই মোন দিয়ে পরবেন আপনাদের চুলের জন্য ভালো শ্যাম্পু কোনগুলো তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব।

পেজ সুচিপত্রঃ চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো

নিচের যেকোন অংশ পড়তে চাইলে ক্লিক করুন

চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো

চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো চুল নিয়ে নান সমস্যার সমাধান দেয় শ্যাম্পু। তবে চুলের যত্ন নিয়ে ছেলেরা অনেক উদাসিন হয়ে থাকে যত্ন করতে চাই না আবার যত্ন করার ইচ্ছা জাগলেও সময় পায় না এইজন্য ছেলেদের চুলের যত্নের অভাব দেখা যায়। তাই ছেলেদের চুলের জন্য কোন শ্যাম্পু ভালো হবে চুলের ধরন অনুযায়ী চলুন যেনে নেই।

  • Eternal Ayurveda Herbal with inbuilt Conditioner
এটি একটি অনেক ভালো হারবাল শ্যাম্পু। কেমিক্যাল মুক্ত এই শ্যাম্পুর কোন ফেনা হয় না এটিতে ইনবিল্ড কোনডিশনার দেওয়া আছে যা আপনার আলাদা করে কনডিশনার কিনতে হবে না।  milkprotin amla shikajai ritha maka henna alovera jeswand brahmi tea tree শ্যাম্পুতে প্রয়োজন অনুযায়ী ইনগ্রিডেন্টস দেওয়া আছে দেখে নেবেন।

  • L'Oreal Paris Total Repair 5 shampoo 640ml
এটি চুলকে করে স্ট্রং হারিয়া যাওয়া শাইন ফিরিয়ে আনে চুলকে ভালো রাখে। যদি আপনার চুলের কালার করার পর বর্তমানে নানা সমস্যাই ভুগছেন তাহলে এই শ্যাম্পু ব্যবহার করে আপনি সুফল পেতে পারেন। তবে প্রধান খুশকির জন্য এই শ্যাম্পু না।

  • Head & Shoulders 2-in-1 Smooth and Silky Dandruff shampoo+conditioner 180ml
এই ব্যন্ডের সাথে আমরা সবাই পরিচিত এই শ্যাম্পু এর সাথে ইনবিল্ড কনডিশনার আছে যা আপনার টাকা বাচাবে এটি আপনার খুশকি দূর করতে যাদের চুল রুক্ষ বা চুল কালার করার পর সমস্যা তাদের জন্যও উপকারী কাজ করে এই শ্যাম্পু। 

  • Wow Apple Cider Vinegar No Parabense & Sulphate shampoo 300ml
এই শ্যাম্পু সম্পূর্ন কেমিক্যাল মুক্ত ও নেচারাল একটি প্রডাক্ট। এই শ্যাম্পুর মধ্যে রয়েছে ডিএইচটি ব্লকার। ডিএইচটি হলো আমাদের শরীরের একটি হরমন যা চুল ঝরে যেতে সাহায্য করে কিন্তু এই শ্যাম্পুতে ডিএইচটি ব্লকার রয়েছে যা চুল পরা বন্ধ করে দেয় এবং চুলকে করে শাইন। খুশকির জন্য এটি ব্যবহার করা যাবে না।
 
  • Patanjali Kesh Kanti Reetha Hair Cleanser Shampoo 200ml
এটি একটি হেয়ার ক্লিনার শ্যাম্পু এর ভেতর আছে রিঠা যা আপনার চুলকে স্ট্রং বানায়। আপনার চুলের যে জড় হয় তা স্ট্রং বানাতে ভালো কাজ করে তাছাড়াও এই শ্যাম্পু চুল লম্বা করতে সাহায্য করে। তবে বেশিদিন ব্যবহার করা ঠিক নই এর সঠিক কারন জানা যাই নাই।

  • Khadi Hair Cleanser shampoo
এটি কেমিক্যাল মুক্ত একটি শ্যাম্পু। যাদের হেয়ার ফল বা খুশকির হালকা সমস্যা রযেছে তারা এই শ্যাম্পু ব্যবহার করতে পারেন। তবে এই শ্যাম্পুর আলাদা আলাদা ভেরিয়েন্ট আছে আপনার চুল পড়া না খুশকি কোনটার জন্য নিতে চাচ্ছেন তা বিবেচনা করে নিতে পারেন।
 
  • Mama Earth shampoo 
এই শ্যাম্পুর একটি ভালো দিক হলো আপনার চুল ওয়েলি ভাব হক বা ড্রাই ভাব হোক কোন সমস্যা নাই আপনি ব্যবহার করতে পারবেন এটির দুটি ভ্যারিয়েন্টে আছে অ্যান্টি ড্যানড্রাফ ও অনিয়ন শ্যাম্পু ২৫০ এম এল তবে এই শ্যাম্পু সবসময় এভেলেবল পাওয়া যায় না যাদের দরকার তারা আগে থেকে কিনে রাখুন।

  • Body Shop Rainforest shampoo
এই শ্যাম্পুটি অনেক ভেরিয়েন্ট হয়ে থাকে যেমন তৈলাক্ত চুলের জন্য রুক্ষ চুলের জন্য আপনার চুলের টাইপ অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন।

  • OGX shampoo
এই শ্যাম্পুটি টপ ব্রান্ডের মধ্যে পরে বাংলাদেশের মধ্যে অনেক জনপ্রিয় কেমিক্যাল মুক্ত একটি শ্যাম্পু এটিরও ভেরিয়েন্ট রয়েছে যেমন অরগান অয়েল কোকোনাট মিল্ক ইত্যাদি ৩৮৫এম এল এর একটি শ্যাম্পু আরো অনেক ভেরিয়েন্ট রয়েছে তবে আপনার চুলের টাইপ অনুযায়ী আপনাকে ঠিক করে নিতে হবে। আপনার চুল যেই টাইপ সেই টাইপ অনুযায়ী শ্যাম্পু নিতে পারেন।

আপনি যদি এইসব টপ ব্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে চান চুল ভালো রাখার জন্য তাহলে অবশ্যই এই শ্যাম্পু গুলো ট্রাই করে দেখতে পারেন চুলের বিভন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন। আমি নিজেও একটা ব্যবহার করি যা আমার চুলের জন্য খুবই ‍উপকারী। আশা করি ছেলেদের জন্য আমি বেশ কয়েকটি শ্যাম্পুর আলোচনা করেছি । চুলের আরো সমস্যা নিয়ে নিচে আলোচনা করা আছে পরে নিন।  

খুশকির জন্য কোন শ্যাম্পু ভালো

চুলের খুশকির জন্য কোন শ্যাম্পু ভালো চুলের জন্য আমরা নানা রকম শ্যাম্পু ব্যবহার করে থাকি বিশেষ করে আমাদের জাতীয় একটি সমস্যা সেটা হল খুশকি। খুশকি আমাদের মাথা থেকে দূর হতেই চাইনা। শীতকালে এর প্রভাব আরো বেশি হয় খুশকির জন্য নানা রকম শ্যাম্পু ব্যবহার করতে করতে আমরা অতিষ্ট হয়ে যাই তারপরও খুশকি থেকে যায় এইজন্য আপনাকে খুশকি চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো চলেন যেনে নেই।

  • The Body Shop Ginger Anti Dandruff shampoo
এই শ্যাম্পুর প্রধান ইনগ্রিডেন্টস হচ্ছে আদা। আদাতে রয়েছে এন্ট্রিমাইক্রোবিয়াল ও এন্ট্রিসেপটিক প্রপাটিস যা খুশকিকে দূর করে এবং স্ক্যাল্প রাখে ময়েশ্চারাইজ যার সাথে যুক্ত মধু। আরো আছে ওয়িট বিলো এক্সট্রাক যেটাতে স্যালিসিলিক অ্যাসিড থাকার কারনে একটি পাওয়ারপুল এক্সোলিয়েন্ট কাজ করে এবং উশকো খুশকিকে রিমুভ করে।

  • Sebamed Anti Dandruff shampoo
যাদের তৈলাক্ত চুল এবং খুশকির সমস্যা আছে তাদের জন্য এই শ্যাম্পু অনেক কার্যকরী। এই শ্যাম্পু ডার্মাটোলজিক্যালি পরিক্ষিত। চুলকানী  ও রেডনেস দূর করে কারন এই শ্যাম্পুতে রয়েছে ফায়ারঅকটন অলিভি যেটা প্রধানত খুশকি এবং চুলকানীতে ভালো কাজ করে কোনো প্রকার চুলের ক্ষতি ছাড়া এছাড়াও পিএইচ লেভেল ৫.৫ রয়েছে যেটা স্ক্যাল্প কে সুরক্ষিত রাখে।

  • Studio X Anti Dandruff shampoo for Men
অনেকের খুশকির সাথে সাথে চুল ঝরে যায় এবং টাক হতে থকে আসতে আসতে বিষয়টি খুবই সিরায়াস  সমস্যা আসতে চুল পড়তে পড়তে মাথাই আর চুল থাকে না তাদের জন্য এই শ্যাম্পু অনেক কার্যকারী। এই শ্যাম্পুতে এন্টিফাঙ্গাল প্রপাটিজ থাকে যা থেকে খুশকি দূর করে এবং চুল পড়া বন্ধ করে। যেকোন ইনফেকশন হতে রক্ষা করে এবং রয়েছে ভিটামিন-E যা ড্রাইনেস দূর করে।

  • Alpecin Dandruff Killer shampoo
এই শ্যাম্পুতে রয়েছে চারটি একটিভ ইনগ্রিডেন্টস যা খুশকি এবং জালাপড়া কমাতে সাহায্য করে। আরো কার্যকর করে খুশকিকে কন্ট্রোল করে এবং স্ক্যাল্পকে ময়েশ্চারাইজ রাখে। যাদের এরকম সমস্যা রযেছে তারা এই শ্যাম্পু ব্যবহার করে দেখতে পারেন।

  • Guerniss Dandruff & Antiruptic shampoo
এই শ্যাম্পুতে ইনগ্রিডেন্টস ‍হিসেবে আছে কনফ্লোয়ার এক্সট্রাক্ট। কনফ্লোয়ারে আয়রোন এবং জিংক যা চুল পড়া বন্ধ করে এবং খুশকি দূর করতে সাহায্য করে। যাদের চুল ক্ষতি বা অনেক রাফ হয়েছে আপনি চাইলে এই শ্যাম্পু ব্যবহার করে উপকার হতে পারেন।

মেয়েদের চুল পড়া বন্ধ করার শ্যাম্পু

মেয়েদের চুল পড়া বন্ধ করার শ্যাম্পু তা অনেক মেয়ের অজানা ভালো শ্যাম্পু না জানার কারনে বিভন্ন ধরনের শ্যাম্পু ব্যবহার করে চুলের আরো খারাপ অবস্থায় নিয়ে যায় তাই মেয়েদের জন্য নিয়ে এসেছি ১৫ টি কার্যকরি শ্যাম্পু যা চুল পড়া থেকে মুক্তি দেবে। চলুন জেনে নেওয়া যাক ১৫ টি শ্যাম্পুর নাম ও তার গুনাগুন।

  • হিমালিয়া হার্বালস ড্যামেজ রিপেয়ার প্রেটিন শ্যাম্পু
যদি আপনার চুল শুষ্ক বা জট লাগানোর মতো অবস্থাই থাকে থাহলে আপনার জন্য এই শ্যাম্পু কাজে আসবে। চুল পড়া রুখতেও এই শ্যাম্পু বেশ কার্যকর।

  • লরিয়াল প্যারিস ফল রিপেয়ার অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু
যাদের চুল তৈলাক্ত মাথার তালুর চ্যাটচ্যাটে ভাব তাদের জন্য েএই শ্যাম্পু কার্যকার তৈলাক্ত দূর করবে হেয়ার ফাইবারের গঠন সঠিকভাবে করে চুলের গোড়া মজবুত করে।

  • ট্রেসিমি হেয়ার ফল ডিফেন্স শ্যাম্পু
এই শ্যাম্পু যাদের চুল স্টেট করা বা চুল শুকানো মেশিন দিয়ে চুলের ক্ষতি হয়েছে তারা এটি ব্যবহার করে ড্যামেজ হওয়া চুলকে ঠিক করতে পারেন। এই শ্যাম্পু ব্যবহার ফলে আপনার চুল পড়া কমে যেতে পারে।

  • বায়োটিক বায়ো ক্যাল্প প্রেটিন শ্যাম্পু ফর ফলিং হয়ার
এটি একটি আয়ুর্বেদিক শ্যাম্পু আপনার যদি আয়ুর্বেদিক শ্যাম্পু পছন্দ হয়ে থাকে তাহলে চুল পরার ক্ষেত্রে এটা ব্যবহার করে দেখতে পারেন। এতে রয়েছে  পিওর স্ক্যাল্প, ন্যাচারাল প্রোটিন, পিপারমেন্ট অয়েল এবং পুদিনা পাতা যা ক্লিনজিংক করতে সাহায্য করে ও চুলকে শাইন করে তুলে।

  • প্যানটিন অ্যাডভান্সড হেয়ার ফল সলিউশন হেয়ারফল কন্ট্রোল শ্যাম্পু
প্যানটিন যত শ্যাম্পু আছে তারমধ্যে এটি একটি কার্যকর শ্যাম্পু। চালের এক ধরনের জল থেকে এই শ্যাম্পু তৈরি করা হয়। চুল পড়া বন্ধ করতে বিশেষ এক কার্যাবলি শ্যাম্পু।

  • দা মমস কো. ন্যাচারাল প্রোটিন শ্যাম্পু
ক্যামিকেল মুক্ত এই শ্যাম্পু প্রেগন্যান্সিদের জন্য ভালো একটি ভুমিকা রাখে। অনেকের প্রেগন্যান্সির পর চুল উঠতে থাকে এই সমস্যাই অধিকাংশ মেয়েরা পরে। এই শ্যাম্পুটি সবধরনের চুলের জন্য ক্যাপাবল। তাই চুল পড়া রুখতে এই শ্যাম্পু ব্যবহার করে দেখতে পারেন।

এছাড়াং আপনাদের জন্য আরো কিছু শ্যাম্পু নিয়ে আলোচনা করবো যা বিশেষ করে মেয়েদের চুল পড়া রুখতে সাহায্য করবে। উপরের শ্যাম্পুগুলো আপনি বাংলাদেশে সবগুলো নাও পেতে পারেন কারন সবসময় এভেলেবল থাকে না তাই প্রয়োজনমত শ্যাম্পু গুলো কালেক্ট করে রাখতে পারেন। নিচে জেনে নিই আরো কিছু শ্যাম্পুর নাম।

  • Head & Shoulders কোল মিন্থল অ্যান্টি ড্যানড্রাফ 
  • Pantene অ্যাডভান্স ব্ল্যাক হেয়ার ফল সল্যুশন
  • Clinic Plus শ্যাম্পু স্ট্রং এন্ড লং হেয়ার
  • Sunsilk Shampoo Volume
  • Sunsilk থিক এন্ড লং শ্যাম্পু
  • Himalaya অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু ফর ড্রাই হেয়ারফল
  • Vatika হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু
  • Chick ড্যামেজ প্রিভেনশন 
  • Parachute Natural Shampoo Nourishing Care  

ছেলেদের চুল পড়া রোধে কোন শ্যাম্পু ভালো

ছেলেদের চুল পড়া রোধে কোন শ্যাম্পু ভালো চুল পড়া রোধে চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো তা আমরা অনেকে জানিনা চুলের জন্য ছেলেদের বিভন্ন শ্যাম্পু রয়েছে তা প্রথমেই বিস্তারিত করা রয়েছে বেস্ট কয়েকটি শ্যাম্পুর কথা তুলে ধরা হয়েছে যা আপনারা এতক্ষনে পরে ফেলেছন যদি না পরে থাকেন তাহলে উপড়ে পড়ে ফেলুন। চুল পরে গেলে ছেলেদের বয়সটা যেন আচমকা বেড়ে যাই চুলের স্বাস্থ্য ঠিক রাখতে প্রথমেই ধরতে হবে চুল পরিষ্কার থাকছে কিনা। তারপরও ছেলেদের চুলের জন্য ভালো শ্যাম্পুর নাম না বলে পারছিনা ।
ছেলেদের-চুল-পড়া-রোধে-কোন-শ্যাম্পু-ভালো-জেনে-নিন
  • Head & Shoulders 
  • Studio X Anti Dandruff shampoo for Men 
  • Dove shampoo + Dove conditioner
চুল পড়া কমাতে প্রথম সমাধান শ্যাম্পু দিয়ে চুল ও স্ক্যাল্প পরিষ্কার রাখুন। সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করতে পারেন চুলকে ঠিকঠাক রাখার জন্য।  ছেলেদের চুলের ব্যাপারে উদাসীন ছেলেরা ব্যস্ত থাকার কারনে মেয়েদের মতন যত্ন করতে পারে না বিধায় তাদের চুল পড়ে যায় চুল ড্যামেজ হয়ে যায় তাই অন্তত গোসলের সময়টুকু যতটা পারেন শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করুন। 

পাতলা চুলের জন্য শ্যাম্পু

পাতলা চুলের জন্য জন্য শ্যাম্পু চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো এবং পাতলা চুলের জন্য কোন শ্যাম্পু ভালো তা অনেকে জানেনা। ছেলে মেয়ে উভয়ের পাতলা চুল থাকতে পারে তাই পাতলা চুল যাদের তাদের চুল খুব তাড়াতাড়ি উঠে যায় এবং স্টাইলিং করতেও সমস্যা হই। যাদের পাতলা চুল তারা চুলের গোড়া মোটা বা শক্ত বানাতে পারে এমন শ্যাম্পু ব্যবহার করতে হবে। চলুন নিচে কিছু শ্যাম্পুর নাম দেখে নিই।

  • লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট কোকোনাট ওয়াটার অ্যান্ড মিমোসা ফ্লাওয়ার অ্যারোমা ভল্যুম শ্যাম্পু
  • লাভ বিউটি কন্ডিশনার
  • টিজি বেড স্মল টক
  • ডাভ ভল্যুম অ্যান্ড ফুলনেস ড্রাই শ্যাম্পু
  • সানস্লিক থিক এন্ড লং শ্যাম্পু
  • মমতাজ হার্বাল শ্যাম্পু
এছাড়াও যারা ঘরে বসে যত্ন করতে চান তারা ফলের রস, পেয়াজ ও লেবু দিয়ে তৈরি শ্যাম্পু চুলে লাগাতে পারেন এতে চুল শক্ত হবে। ঘরোয়া উপায়ে শ্যাম্পু মাথার স্ক্যাল্প ময়লা ও তৈলাক্ত ভাব পরিষ্কার করে। পাতলা চুলের জন্য ফলের রস দিয়ে তৈরি এমন শ্যাম্পু ব্যবহার করুন। এছাড়াও যাদের পাতলা চুল তারা সপ্তাহে দুই দিন গোসোলের আগে মাথাই নারকেল তেল দিয়ে রাখুন পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন ভালো রেজাল্ট পাবেন।

তৈলাক্ত চুলের জন্য কোন শ্যাম্পু ভালো

তৈলাক্ত চুলের জন্য কোন শ্যাম্পু ভালো আমাদের অনেকের তৈলাক্ত চুল। চুলের ধরন বুঝে শ্যাম্পু বা কোন্ডিশনার ব্যবহার করা উচিত আমাদের অনেকের কারো ড্রাই হেয়ার আবার কারো অয়েলি হেয়ার। এদের জন্য কাজ ও উপকরন রয়েছে ভিন্ন ভিন্ন। আমরা না জেনে অন্যান্য শ্যাম্পু ব্যবহার করি চুলের সঠিক সমাধান পাই না তৈলাক্ত ভাবো দূর হয় না। তাই তৈলাক্ত চুলের জন্য কোন শ্যাম্পু ভালো তা নিচে দেওয়া হলো।
 
  • TRESemme Deep Clean For Oily Hair shampoo
  • Pantene Micellar Detox & Scalp CleanseWhite Charoal Extract Scalp shampoo
  • Loreal Elvive Hydra Hyaluronic Acid shampoo
  • Pantene Micellar Detox & Purify Extract Scalp shampoo
  • Nutrigena Anti Residue shampoo
  • Tea Tree Special shampoo
অতএব যাদের তৈলাক্ত চুল তারা শ্যাম্পু গুলো ব্যবহার করে দেখতে পারেন ভালো ফলাফল পাবেন। তৈলাক্ত চুলে তেলবিহীন শ্যাম্পু ব্যবহার করা উচিত। তাছাড়াও তৈলাক্ত চুলের জন্য বিশেষ উপাদানে তৈরি বিভন্ন ড্রাই শ্যাম্পু পাওয়া যায় বাজারে এগুলো ব্যবহার করে দেখতে পারেন। তৈলাক্ত চুলে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন।

রুক্ষ চুলের জন্য কোন শ্যাম্পু ভালো

রুক্ষ চুলের জন্য কোন শ্যাম্পু ভালো রুক্ষ চুলের জন্য বিভন্ন রকমের শ্যাম্পু রয়েছে। আপনাকে আপনার চুলের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো সঠিক ভাবে আপনার রুক্ষ চুলকে সতেজ করে তুলবে জানতে হলে আমার আর্টিকেলটি মোনোযোগ সহকারে পড়ুন আশা করি আপনার রুক্ষ বা শুস্ক চুলের একটা সঠিক শ্যাম্পুর ধরানা দিতে পারবো। আগে আমরা জেনে নিই কি কি কারনে চুল রুক্ষ শুস্ক হয়ে যায়।

  • সূর্যের ক্ষতিকর রশ্নি
  • চুলে হিট স্টাইলিং করলে
  • কঠোর কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহার করলে
  • নিউাট্রশনাল ডেফিসিয়েন্সি
  • অতিরিক্ত চুল ধুলে
এইসব কারনে আপনার চুল রুক্ষ হয়ে যেতে পারে। তাই যদি আপনার এরকম অভ্যাস থাকে তাহলে আজকেই পরিবর্তন করুন যদি আপনার চুলকে রুক্ষ থেকে বাচাতে চান। তবে যেহেতু আপনি আপনার রুক্ষ চুলের জন্য ভালো শ্যাম্পুর খোজে এসেছেন আপনাকে নিরাশ করবো না করন আমাদের এই পুরো আর্টিকেল বিভন্ন টাইপের চুলের শ্যাম্পুর কথা আলোচনা করা আছে। রুক্ষ চুলের জন্য শ্যাম্পু

  • Rough Hair
  • Wow Total Radiance shampoo Argan Oil
  • Dove Nutritive Solutions Oxygen Moisture shampoo
  • OGX Brazilizn Keratin Therapt shampoo
  • XPEL Hair Care Revitalizing Coconut Water shampoo
  • The Body Shop Banana Truly Nourishing shampoo
ময়েশ্চারাইজার আছে এমন শ্যাম্পু রুক্ষ চুল ভালো উপরের শ্যাম্পু গুলোতে তা রয়েছে। প্রোটিন যুক্ত শ্যাম্পু রুক্ষ চুলের জন্য ভালো। যদি শ্যাম্পু গুলো আপনার কাছে না থাকে তবে ঘরোয়া উপায়ে রুক্ষ চুলের জন্য গোসোলে শ্যাম্পু করার আগে চুলের জট ছাড়িয়ে নিন তারপর ন্যাচারতেল তেল হালকা গরম করে চুলে মালিশ করুন এক থেকে তিন ঘন্টা। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন এতে আপনার চুল রুক্ষ হবে না। 

মেয়েদের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো

মেয়েদের জন্য কোন শ্যাম্পু সবচেয়ে ভালো চুলের জন্য মেয়েদের কোন শ্যাম্পু সবচেয়ে ভালো তাহলে আপনারা বলবেন আপনি নিজে যেটা পার্সেোনালি ব্যবহার করে উপকার পাচ্ছেন সেটাই আপনার কাছে ভালো মনে হবে। তবে আপনাদের জন্য কিছু ভালো মানের শ্যাম্পু সাজেস্ট করব যা ব্যবহারে আপনি আগের চেয়ে বেশি উপকার পাবেন। নিচে কিছু শ্যাম্পুর নাম উল্লেখ করা হলো।

  • Havintha Natural Hair shampoo
  • Mahagra Herbal Hair Wash
  • Soya Protien shampoo of just Herbs
  • Mukti Gold Hair Wash
  • All Natural Probiotics shampoo Bar of Goli Soda
  • Shampoo Bars of Earthy Sapo
  • Kesh Jyoti Herbal Hair Wash Powder of Isha 
প্রডাক্ট গুলো যদিও বাইরের তবে আপনার চুলকে ভালো রাখার জন্য বিশেষ করে মেয়েদের ঘন চুলের জন্য শ্যাম্পু গুলো আপনার ব্যবহার করা বেস্ট শ্যাম্পু হবে। তবে যেহেতু শ্যাম্পু গুলো সবসময় নাও এভেলেবেল থাকতে পারে তাই বিকল্প পদ্ধতির জন্য দেশের মার্কেটে সবসময় যেনো পাওয়া যায় এমন শ্যাম্পুর কয়েকটি নাম বলি আপনার সুবিধার জন্য।

  • হিমালয়া হারবাল ড্যামেজ রিপিয়ার প্রোটিন শ্যাম্পু
  • লরিয়াল প্যারিস ফল রিপিয়ার অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু 
  • ট্রেসিমি হেয়ার ফল ডিফেন্স শ্যাম্পু
  • প্যান্টেন হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু

কতদিন পরপর চুলে শ্যাম্পু করা উচিত

কতদিন পরপর চুলে শ্যাম্পু করা উচিত চুলের জন্য সবচেয়ে কোন শ্যাম্পু ভালো ও কোন টাইপের চুলের সাথে কোন শ্যাম্পু ব্যবহার তা জানলেন এখন আপনাকে জানতে হবে শ্যাম্পু গুলো ব্যবহার করবো কতদিন পর পর এটি আপনার চুলের টাইপের উপর নির্ভর করে আপনার চুলের জন্য কতদিন পর পর ব্যবহার করলে সুফল পাবেন। যাদের রুক্ষ চুল তারা সপ্তাহে ১ বার শ্যাম্পু করবেন ভালো করে।
কতদিন-পরপর-চুলে-শ্যাম্পু-করা-উচিত
আর যাদের চুল নরমাল কোনো সমস্যা নাই তারা সপ্তাহে ২ থেকে ৩ দিন শ্যাম্পু করবেন। অতিরিক্ত কিছুই ভালোনা তেমন শ্যাম্পুর ক্ষেত্রেও। আপনি ভাবছেন প্রতিদিন শ্যাম্পু করবেন চুল সিল্কি থাকবে হ্যা থাকবে তবে আস্তে আস্তে আপনার চুল ড্যামেজ হয়ে যেতে পারে চুল পরা আরম্ভ হতে পারে পাতলা হয়ে যেতে পারে এমন নানা সমস্যাই পরতে পারেন। তাই ধরন অনুযায়ী চুলকে পরিষ্কার রাখুন।

শেষ কথা চুলের জন্য 

প্রিয় পাঠক আশাকরি চুলের জন্য সবচেয়ে ভালো কোন গুলো শ্যাম্পু তা জানতে পরেছেন। চুলের ধরন অনুযায়ী সর্বচ্চ চেষ্টা করেছি বিভন্ন শ্যাম্পু নিয়ে আলোচানা করার। আমি আশা বাদি আমাদের আর্টিকেল পড়ে আপনি বুঝতে পেরেছেন আপনার চুলের কোন ধরন এবং আপনার চুলের জন্য কোন শ্যাম্পু ব্যবহার করা উচিত। তাই চুলের ঠিক মতন যত্ন নিন সঠিক যত্নে আপনার চুল হয়ে উঠবে সজিব ও সতেজ। এতক্ষন ধৈর্য সহকারের পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নেক্সাস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url